যুদ্ধজাহাজ প্রত্যয়ের চট্টগ্রাম ত্যাগ

আমিরাতে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ

| রবিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও নৌ প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে নৌবাহিনী যুদ্ধজাহাজ প্রত্যয় গতকাল শনিবার চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করে। জাহাজটি নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর রীতি অনুযায়ী সুসজ্জিত বাদকদল বাদ্য পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটিকে বিদায় জানায়। এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ প্রধান অতিথি ছিলেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে স্থানীয় কর্মকর্তাগণ ও নৌসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। ১৩৬ নৌসদস্য নিয়ে মহড়ার উদ্দেশ্যে যাত্রা করা বানৌজা প্রত্যয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন আহমেদ আমিন আব্দুল্লাহ। জাহাজটির এ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি বন্ধুপ্রতীম দেশসমূহের সাথে সামরিক সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে আশা করা যায়। মহড়া শেষে জাহাজটি আগামী ১৩ মার্চ দেশে ফেরার কথা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের যুগপূর্তি
পরবর্তী নিবন্ধপাহাড়তলী বধ্যভূমির জমি ২৬ মার্চের মধ্যে অধিগ্রহণের দাবি