উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিন

সেতু নির্মাণ কাজের উদ্বোধনে এমপি নজরুল

চন্দনাইশ প্রতিনিধি  | শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চন্দনাইশে ৬ কোটি টাকা ব্যয়ে ৩৫ মিটার লম্বা পিএসসি গার্ডার সেতু নির্মাণ কাজের উদ্বোধন করলেন বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে চন্দনাইশে প্রত্যেকটি সড়কে এসেছে আমুল পরিবর্তন। প্রয়োজনীয় সকল সেতু, কালভার্ট নির্মাণ সম্পন্ন হয়েছে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে পর্যাপ্ত উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি আরও বলেন, কাঙ্ক্ষিত এ সেতুটি নির্মাণের ফলে সাতবাড়িয়া এলাকার জনসাধারণ খুবই উপকৃত হবেন। এ অঞ্চলে উৎপাদিত সবজিসহ বিভিন্ন পণ্য সামগ্রী সহজে পরিবহন করার সুযোগ পাবেন কৃষকরা। ব্যবসা ও শিক্ষাক্ষেত্রেও এই সেতুটি দারুণ ভূমিকা রাখবে। আগামীতেও উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

একইদিন তিনি ২ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ২১২৪ মিটার দীর্ঘ চন্দনাইশ উপজেলা হেডকোয়ার্টারনয়াহাটবৈলতলীখোদারহাট জিসি সড়ক, ৪৭ লাখ টাকা ব্যয়ে ১৩৫০ মিটার দীর্ঘ সাতবাড়িয়া ইউপি টু পলিয়াপাড়া জামতল বাজার সড়ক, ৩৫ লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে ১০৯০ মিটার দীর্ঘ নাজিরহাট (আরএইচডি) ধনারপাড়াছলিয়ারপাড়া বার আউলিয়া মাদ্রাসা সড়ক উন্নয়ন কাজ শেষে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, . লীগ নেতা সাখাওয়াত হোসেন শিবলী, বেলাল হোসেন মিঠু, হুমায়ুন কবির, চেয়ারম্যান আহমদুর রহমান, মো. সাইফুল ইসলাম, নুরুল কবির চৌধুরী, এড. কুতুব উদ্দীন মুহাম্মদ ইস্তেফাজ, ফোরক আহমদ, দিদারুল হক দস্তগীর, জহির উদ্দীন হিরু, কাফি চৌধুরী, মো. সাকিব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধছয় ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধঢাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ