ছয় ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

মনজুর আলমের উদ্যোগ

| শনিবার , ২৯ জুলাই, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আহলে বায়েতে রাসূল (সা.) স্মরণে শোহদায়ে কারবালা উপলক্ষে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আল প্রতিষ্ঠিত হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে নগরীর ১০, ১১, ১২, ১৪, ২৫ ও ২৬নং ওয়ার্ড, দেওয়ানহাট দীঘির পাড় এবং সিটি গেটস্থ এইচ এম ভবনে অসচ্ছল ও নিম্ন আয়ের ৮ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ১১নং ওয়ার্ডের লাকী স্কয়ার সেন্টার, ১২নং ওয়ার্ডের কলেজ মাঠে, ২৪নং ওয়ার্ডের কর্ণফুলী কমিউনিটি সেন্টার এবং ২৬নং ওয়ার্ডের কংস কমিউনিটি সেন্টারে খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে সমাবেশে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, লায়ন মোহাম্মদ হোসেন, অধ্যক্ষ আসলাম হোসেন, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, কাউন্সিলর নুরুল আমিন, লোকমান আলী, সাবেক কমিশনার সিরাজুল ইসলাম, লায়ন শওকত আলী, সৈয়দ আবেদ আব্দুল্লাহ মনজুর আলম, বাদশা আলম বক্তব্য দেন। প্রতিটি সভায় পবিত্র কোরআন থেকে তেলোয়াত, দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। খাদ্য বিতরণ অনুষ্ঠানে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, কারবালার ঘটনা ছিল সত্য ও ন্যায়ের সংগ্রাম। সত্য ও ইসলাম সুপ্রতিষ্ঠায় হযরত ইমাম হোসাইন (.) যে ত্যাগ স্বীকার করেছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনায় ছিলেন সৈয়্যদ ইউনুস রজভী, মাওলানা আবদুল মান্নান ও মাওলানা রাশেদুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু সচতনেতা কার্যক্রমে ডা. বিদ্যুৎ বড়ুয়া
পরবর্তী নিবন্ধউন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিন