স্ত্রীর যৌতুক মামলায় মহেশখালীতে শিক্ষক গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:০১ পূর্বাহ্ণ

মহেশখালীতে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে গেছেন শ্যামল কান্তি দে নামের এক শিক্ষক। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া গ্রামের মৃত লালিত বিহারী দের পুত্র। গতকাল শুক্রবার সকালে মহেশখালী থানা পুলিশ উপজেলার গোরকঘাটা থেকে তাকে গ্রেপ্তার করে।
শ্যামল কান্তি দের সাথে বাঁশখালী উপজেলার পূর্ব চেচুরিয়ার জগদীশ দাশের মেয়ে জয়শ্রী দাশের সাথে ২০২১ সালের ২৭ এপ্রিল বিয়ে হয়। মামলার বাদী জয়শ্রী দাস জানান, করোনা কালে দেশে লকডাউন থাকায় বিয়েতে বরপক্ষকে আপ্যায়ন এবং আসবাবপত্র উপহার হিসেবে কোনো কিছু দেওয়ার সুযোগও ছিল না। বিয়ের কিছুদিন পরে স্বামী শ্যামল কান্তি দে প্রতিনিয়ত ১০ লাখ টাকার যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এ কারণে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, হোয়ানকের টাইম বাজার এলাকার শ্যামল কান্তি দের বিরুদ্ধে একটি যৌতুক আইনে মামলার ওয়ারেন্ট থাকায় তাকে মহেশখালীর পৌর সদর থেকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআট মাসে ধর্ষণের শিকার ৫৭৪ শিশু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৬