সাঁকো

সাঈদ শ’ | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ১১:৪৯ পূর্বাহ্ণ

ফিরে আসা কঠিন কিছু নয়
যদিও পথ গেছে ভেঙে

তবু দেখবে প্রতিটা গলির মুখ
একটা বড় রাস্তার সাথে মিলে যায়

একটা বড় রাস্তা আরেকটা বড় রাস্তায়

এভাবে পৃথিবী কিছুটা গোল

ফলে যা কিছু গড়িয়ে আসে
তার সাথে ধুলার মতো মিশে থাকো

শুধু জেনো একটা ফুল থেকে
আরেকটা ফুলের দূরত্বে

বাতাসই সাঁকো

পূর্ববর্তী নিবন্ধমন খারাপের নদী
পরবর্তী নিবন্ধফোর্থ আই আর