রুদ্ধদ্বার

জিললুর রহমান | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৪২ পূর্বাহ্ণ

পৃথিবীর সব দ্বার বন্ধ হয়ে গেলে
সূর্য তবু আলো দেয় ধারালো চকচকে কিরিচের মতো

সব পথ রুদ্ধ হলে
চিরকাল অনন্তের পথ খোলা থাকে
সে পথ উজ্জ্বল নাকি অন্ধকার
তা কেবল কল্পকথা নাকি সত্য
সেই পথ পরীক্ষা করার
সমূহ সুযোগ কিন্তু কালের গর্ভেই বসে থাকে

চোখের সামনে শুধু ভেসে ওঠে এক
কুয়াশা আচ্ছন্ন পথ মেঘে ঢাকা
ওপারে না অন্ধকার না কোন আলোক কণা ভাসমান

পূর্ববর্তী নিবন্ধভাষা
পরবর্তী নিবন্ধবর্ণমালা