পবিত্র রমজান মাসে ইফতারের সময় সাধারণ মানুষের মাঝে ইফতার তুলে দিয়েছে বাকলিয়া থানা ছাত্রলীগ। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষে পুরো রমজান মাসজুড়ে বাকলিয়া থানার বিভিন্ন ওয়ার্ডে ইফতার বিতরণ করে আসছে বাকলিয়া থানা ছাত্রলীগ।
এই ধারাবাহিকতায় আজ বুধবার বাকলিয়া থানাধীন ৩৫নং বক্সরিহাট ওয়ার্ডে রাজাখালি মোড়ে অসচ্ছল ও র্কমহীন মানুষের মাঝে এই ইফতার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৩৫নং বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ চৗেধুরী বাহাদুর, সাঈদ মােহাম্মদ সােহেল, রফিকুল আলম রুবু, সালাউদ্দীন, মোহাম্মদ মিজানুর রহমান, আনিসুল ইসলাম আজাদ, ইউসুফ হোসেন সম্রাট, মো. সামির, ফজলুল হক রিসাদ, গিয়াস উদ্দীন, সাইফুজ্জামান আবির, সাদমান সাকিব ইরাম, ইমরানুল হক সাগর, ইমরান হোসেন আকিব, রকি ভট্টার্চায্য, ফজলে রাব্বী, সৌরভ হোসেন সাকিব, আনুয়ারুল ইসলাম চিশতি, আদনান হোসেন, নাজমুল হাসান, নাইম উদ্দিন আকাশ, ফাহিম আহমেদ, মিজবাহ চৗেধুরীসহ প্রমুখ।