চব্বিশ দিন পর মৃত্যুশূন্য চট্টগ্রাম

নতুন শনাক্ত ১৩৭

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ মে, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

চব্বিশ দিন পর মৃত্যুশূন্য চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় উপজেলা ও নগরীতে করোনাভাইরাসে একজনেরও মৃত্যু হয়নি। এর আগে ২৭ এপ্রিল মৃত্যুশূন্য দিন দেখেছিল চট্টগ্রাম। সিভিল সার্জন অফিস জানায়, গত বছরের ৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৫৯৩ জন মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর ৪৩২ জন ও বিভিন্ন উপজেলার ১৬১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৩৭ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৫২ হাজার ৪৪৪ জনে। এর মধ্যে মহানগরীর ৪১ হাজার ৯০৭ জন ও উপজেলার ১০ হাজার ৫৩৭ জন। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৫৪ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৪ জনের। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৬ জন ও জেলার ২১ জনের পজিটিভ শনাক্ত হয়। বিআইটিআইডিতে ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ১৯ জন ও জেলার ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৭৮ জনের নমুনা পরীক্ষায় নগরীর ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১৪৬টি নমুনা পরীক্ষায় ১৪ জন নগরীর ও উপজেলার ৫ জনের পজিটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজে ৫৮টি নমুনা পরীক্ষায় উপজেলার ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ইম্পেরিয়াল হাসপাতালে ৬৩টি নমুনা পরীক্ষায় নগরীর ১৭ জন ও জেলার ৩ জনের পজিটিভ শনাক্ত হয়। শেভরণে ১২৮ জনের নমুনা পরীক্ষায় নগরীর ৯ জন ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১২টি নমুনা পরীক্ষায় নগরীর ৩ জনের পজিটিভ শনাক্ত হয়। মেডিকেল সেন্টার হাসপাতালে ১৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫ জন ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে ভারত ফেরত রোগীর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅপ্রদশির্ত অর্থ বৈধের ঢালাও সুযোগ বাতিল চায় টিআইবি