একুশে ভাবনা

শরণংকর বড়ুয়া | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

একুশ তুমি বারে বারে আস নিয়ম মেনে।

জাগিয়ে দাও বাংলার মানুষকে ঘুমিয়ে যেন না থাকে।

ঘুরতে ঘুরতে বয়স তোমার অনেক হয়ে গেছে।

আমরা কেন থেমে গেছি মাতৃভাষা নিয়ে।

জিজ্ঞেস কর বাঙালিদের বাংলা তারিখ ও মাস।

চট করে বলতে পারবে ইংরেজি তারিখ আর মাস।

বিশ্বের কাছে পরিচিতি এনেছে বাংলা ভাষা আজ।

বাইশএলেই ভুলে যাই একুশের কী কাজ।

পূর্ববর্তী নিবন্ধজবিতে উন্নতমানের ক্যাফেটেরিয়া চাই
পরবর্তী নিবন্ধএকুশে চেতনা : ছাত্র আন্দোলনের প্রেরণা