ঈদের খুশি

নুর নাহার নিপা | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ঈদ এসেছে শহর জুড়ে
ঈদ এসেছে গাঁয়ে
ঈদ এসেছে খোকন সোনার
স্বপ্ন-চোখের নায়ে।

খোকন সোনা চাঁদের কণা
দেখে ঈদের চাঁদ
তাক ধিনা ধিন নাচবে সুখে
ভেঙে খুশির বাঁধ।

ঈদ খুশিতে মাতবে সবাই
পরবে নতুন বেশ
ঘরে ঘরে ফিরনি সেমাই
আনন্দেরই রেশ।

করবে সবাই কোলাকুলি
সব ভেদাভেদ ভুলে
পড়বে নামাজ, করবে দোয়া
সবকটা হাত তুলে।

ঈদের খুশির বান ডেকে যাক
দুঃখী জনের ঘরে
নেমে আসুক খুশির জোয়ার
সবারই অন্তরে।

ঈদের দিনই হোক না তবে
সবার প্রতিদিন
এই পৃথিবীর সবার জীবন
হোক রঙে রঙিন।।

পূর্ববর্তী নিবন্ধঈদ মানে তো
পরবর্তী নিবন্ধঈদ মানে ঠিক উড়াল সেতু