আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.) ওরশ ১৫ জানুয়ারি

| শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

আল্লামা শাহসূফি ছালেহ জহুর ওয়াজেদীর (রহ) ৬ষ্ঠ বার্ষিক ওরশ আগামী ১৫ জানুয়ারি রবিবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বায়েজিদ ওয়াজেদিয়াস্থ শাহ আমানত (রহ.) মসজিদ ও মাজার কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব এবং দেশ-জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মুনাজাত পরিচালনা করবেন ওয়াজেদিয়া দরবার শরিফের সাজ্জাদানশিন মাওলানা মুহাম্মদ ইয়াছিন ওয়াজেদী।

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় ওরশ মাহফিলে বিশিষ্ট উলামায়ে কেরাম ও পদস্থ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক থাকবেন। ওরশ শরিফ উপলক্ষে প্রস্তুতি সভা ৪ জানুয়ারি ওয়াজেদিয়াস্থ শাহ আমানত (রহ.) মসজিদ ও মাজার কমপ্লেক্সে মাওলানা মুহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন শাহজাদা মুহাম্মদ মহিউদ্দিন, শাহজাদা মুহাম্মদ সাইফুদ্দিন, শাহজাদা মুহাম্মদ নঈমুদ্দিন জহুর, এটিএম শাহজালাল, মুহাম্মদ মাঈনুদ্দিন, এস এম মনসুর আলম, মুহাম্মদ জাহাঙ্গির, মুহাম্মদ ফারুক বাহাদুর, মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ রিদুয়ান, মুহাম্মদ রুস্তম পাশা, মুহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্কুলে বই বিতরণ
পরবর্তী নিবন্ধহাটহাজারী বাসস্ট্যান্ডে অভিযান, ১৯ গাড়িকে জরিমানা