প্রেমহীন বেঁচে আছি কতটা বছর
তোমার আকাশ জোছনা ঝালর
আমার কেবল দুখের নহর
প্রেম ছাড়া বাঁচে কি জীবন?
কতো আর সহা যায় রোদের এমন তীব্র দহন
আমিও জল চাই, স্রোত চাই, ঠিক নদীর মতোন
আমিও চাই সুশোভিত বৃক্ষ ছায়া
আশ্রয় -ঠাঁই, মমতা ও মায়া
রোগ -শোকে চাইশুশ্রুষা,ভালোবাসা;একটু যতন
তোমার দাওয়ায় জিরোতে চাই আগের মতোন!