বিশ্বশান্তি কামনায় উদযাপিত হচ্ছে বড়দিন

আজাদী অনলাইন | রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ১১:৩৭ পূর্বাহ্ণ

ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের পাশাপাশি বিশ্বশান্তি কামনায় চট্টগ্রামে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন।

খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য জন্ম নিয়েছিলেন যিশুখ্রিষ্ট।

বড়দিন উপলক্ষে আজ রোববার (২৫ ডিসেম্বর) সরকারি ছুটি।

দিনটি উপলক্ষে অনেক খ্রিস্টান পরিবারে কেক তৈরি করা হয়েছে, রয়েছে বিশেষ খাবারের আয়োজন। নগরীর
পাথরঘাটা, ফিরিঙ্গীবাজার, জামালখান, পাহাড়তলীসহ বিভিন্ন এলাকায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উৎসব।

নগরীতে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয় গতকাল শনিবার (২৪ ডিসেম্বর)।

নগরীর ফিরিঙ্গীবাজার গির্জা, জামালখান এ জি চার্চ, লাভ লেন গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি ক্রিসমাস ট্রি ও প্রতীকী গোশালা তৈরি করা হয়েছে।

প্রার্থনা ও কীর্তনের পাশাপাশি বসেছে ধর্মীয় গানের আসর।

পাথরঘাটার পবিত্র জপমালা রানির গির্জায় এদিন রাত সাড়ে ৯টায় প্রথম ও রাত ১২টায় দ্বিতীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রথম উপাসনা পরিচালনা করেন ফাদার লেনার্ড সি রিবেরু। এটি অনুষ্ঠিত হয় বাংলায়।

দ্বিতীয় প্রার্থনা পরিচালনা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার। এটি পরিচালিত হয় ইংরেজিতে।

আজ রোববার সকাল সাড়ে আটটায় আরেকটি প্রার্থনা পরিচালিত হয় জপমালা গির্জায়। এই প্রার্থনা পরিচালনা করেন ফাদার লেনার্ড সি রিবেরু।

একই সময়ে জামালখানে নির্মলা মারিয়ার গির্জায় ইংরেজিতে একটি উপাসনা অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার।

এছাড়া বিকেলে আর্চবিশপ হাউস প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সুধী সমাবেশ।

বড়দিন উপলক্ষে নগরীর গির্জাগুলোর নিরাপত্তায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর ১৬ থানার অধীনে চেকপোস্ট ও নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইত্যাদি এবার ফেনীতে, প্রচার শুক্রবার
পরবর্তী নিবন্ধঅলংকার শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে এড. জামাল-হারুন পরিষদের নিরঙ্কুষ বিজয়