ইউসিটিসিতে অটাম ২০২২ এর ওরিয়েন্টেশন

| বুধবার , ৬ জুলাই, ২০২২ at ৭:২৩ অপরাহ্ণ

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)এর সকল বিভাগে অটাম ২০২২ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ১ জুলাই শুক্রবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)-এর প্রাক্তন ডিন প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ।

এতে আরো উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর নুরুল আবসার, ইউসিটিসির প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজ সেক্রেটারি মোহাম্মদ ওসমান, ট্রেজারার এবং ইএলএল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ, ডিরেক্টর অব ফিন্যান্স আবদুল কাদের তালুকদার এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং ইউসিটিসিতে শিক্ষাজীবনের সার্বিক সফলতা কামনা করেন।

এতে সকল বিভাগের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টায় দুই আসামীর কারাদণ্ড-জরিমানা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় চার মামলায় সাড়ে ৩১ হাজার টাকা জরিমানা