কালুরঘাট সেতুতে ট্রাকের ধাক্কা

আজাদী অনলাইন | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ১২:২৩ অপরাহ্ণ

কালুরঘাট সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবোঝাই একটি ট্রাক সেতুর রেলিংয়ে ধাক্কা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটি।

রোববার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।

পরে বোয়ালখালী থানা পুলিশের সহায়তায় দুর্ঘটনায় পড়া ট্রাকটি উদ্ধার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, সেতুর উপর একটি ট্রাক দুর্ঘটনায় পড়লে পুলিশ গিয়ে সেটি সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

ট্রাকের ধাক্কায় সেতুর রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর থেকে সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

বোয়ালখালী উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বাস। এই রুটে প্রতিদিন চলাচল করে প্রায় হাজারখানেক যানবাহন। এছাড়া দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে রেল সংযোগ স্থাপনকারী একমাত্র সেতু এটি। সেতুটির এমন করুণ দশায় তাই ক্ষুব্ধ স্থানীয়রা।

স্থানীয়রা জানান, প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সরকারের সুনজর না থাকায় এ সেতুর উন্নয়ন থমকে আছে।

তাদের প্রশ্ন, সেতুতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নিবে?

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের পরিবারের পাশে হুইপ সামশুল
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় পরিবেশগত ক্ষতি হচ্ছে : প্রধানমন্ত্রী