পটিয়ায় স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের পরিবারের পাশে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২৪ পূর্বাহ্ণ

পটিয়ায় নৃশংসভাবে গলাকেটে হত্যার শিকার স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের তিন শিশু সন্তান ও পরিবারের সদস্যদের সাথে দেখা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গতকাল রবিবার তিনি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেই নিহত বিমান ধরের গ্রামের বাড়ি উপজেলার গৈড়লা এলাকায় গিয়ে এ পরিবারের খোঁজখবর নেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিকুর রহমান, ওসি রেজাউল করিম মজুমদার, ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম, উপজেলা আ.লীগ সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য দেবব্রত দাশ, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, আ.লীগ নেতা আজিমুল হক, ইউপি সদস্য মোহাম্মদ আবু, ইউপি সচিব ইমন দে প্রমুখ।
হুইপ সামশুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা কি কারণে বিমান ধরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সেটি পুলিশসহ একাধিক সংস্থা তদন্ত করছে। দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনসহ হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুতে ট্রাকের ধাক্কা