পরীক্ষায় নকল দিচ্ছিল শিক্ষকরাই

তিন শিক্ষক গ্রেফতার

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ১০:১৪ অপরাহ্ণ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের নকল দেওয়ার সময় তিন শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে সন্ধ্যায় তাদের নামে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস (৩২), গণিতের খণ্ডকালীন শিক্ষক মো. তৈয়ব (৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রীমা বেগম (২৭)।

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ হাসান জানান, পরীক্ষা কেন্দ্রে ঢুকে প্রশ্নপত্রের উপর উত্তর লিখে শিক্ষার্থীদের কাছে দেওয়ার সময় ওই তিন শিক্ষককে আটক করা হয়।

তিনি আরও জানান, পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। পরীক্ষা শেষে তাদের উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যায় তাদের নামে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, গ্রেফতারকৃতরা থানা হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গা সহ আটক ২২
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীর পায়ে গরম চা ঢেলে দিল ছাত্রলীগ নেত্রী