রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকার খামার থেকে তিন ব্যক্তি অপহৃত

উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৫ মে, ২০২২ at ৯:৪২ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলা পাড়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিন ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। তারা হলেন একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাওলানা গ্রামের মো. এজলাস মিয়া(৬০), মো. বাচা(৪৫) ও কক্সবাজারের মো. জাফর(২২)।

আজ রবিবার(১৫ মে) সকাল ৮টার দিকে তারা খামার বাড়িতে কৃষিকাজ করতে গেলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের অপরহরণ করে পাহাড়ে নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সকাল ৮টার দিকে শ্রমিক বাচা ও জাফর বড়খোলা পাড়া এজলাসের খামার বাড়িতে কৃষিকাজ করতে যান। পরে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের তিনজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের ধারণা, চাঁদার জন্য স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাদের অপহরণ করে থাকতে পারে।

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, “ওই এলাকায় পুলিশ রয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে প্রতিপক্ষের হামলায় ভুট্টো বাহিনী প্রধান নিহত
পরবর্তী নিবন্ধজামিনে এসে মোটর শোভাযাত্রা, মামলা তুলে নিতে বাদীকে হুমকি