জামিনে এসে মোটর শোভাযাত্রা, মামলা তুলে নিতে বাদীকে হুমকি

চকরিয়া প্রতিনিধি | সোমবার , ১৬ মে, ২০২২ at ১২:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিলে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় রুজুকৃত মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। এর একদিন পর জামিনে মুক্ত হয়ে আসামি মহসিন উদ্দিন মিন্টু ও তার সহযোগীরা এলাকায় মোটর শোভাযাত্রাও করে।

অভিযোগ উঠেছে জামিনে বের হওয়ার পর সহযোগীদের নিয়ে গত দুই দিন ধরে একাধিকবার বাড়িতে গিয়ে মামলার বাদীকে সরাসরি হুমকি দেয় মামলা তুলে নিতে। এর ব্যত্যয় হলে পরিস্থিতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেয় জামিনে মুক্ত আসামি ও তার সহযোগীরা।

এই অবস্থায় নিজের এবং পরিবার সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে রবিবার(১৫ মে) রাতে চকরিয়া থানায় দুইজনের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মামলার বাদী কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার মো. শফির পুত্র মোহাম্মদ কালু।

এতে বিবাদী করা হয় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইসলামনগর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মহসিন উদ্দিন মিন্টু ও বেলাল উদ্দিনের ছেলে মনির আহমদ মিস্ত্রীকে।

এই ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, “জামিনে বেরিয়ে এসে মোটর শোভাযাত্রা করা ও বাদীকে হুমকি দেওয়ার বিষয়ে অভিযোগ পেয়ে থানায় সাধারণ ডায়েরি হিসেবে রুজু করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রসিকিউশন দাখিল করা হবে।”

তবে এই অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন জামিনে মুক্ত হওয়া মহসিন উদ্দিন মিন্টু ও মনির আহমদ মিস্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকার খামার থেকে তিন ব্যক্তি অপহৃত
পরবর্তী নিবন্ধমেরুদণ্ডের রোগ বাড়ছে দুর্ঘটনায় প্রশিক্ষিত চিকিৎসক তৈরির তাগিদ