লোহাগাড়ায় বাসচাপায় পুলিশ নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১৯ জুন, ২০২২ at ৮:২৮ অপরাহ্ণ

লোহাগাড়ায় বাস চাপায় পুলিশ সদস্য মারুফুল ইসলাম (২২) নিহতের ঘটনায় চালক সুজন দে(৩৮)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় রাউজান থানার ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন দে একই থানার ইয়াছিন নগর এলাকার মৃত বিমল দে’র পুত্র।

জানা যায়, গত ১৭ জুন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশে(সিএমপি) কর্মরত কন্সটেবল মারুফুল ইসলাম ছুটি নিয়ে বাড়িতে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের চুনতি বাজার এলাকায় হানিফ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর বাস চালক দ্রুত পালিয়ে যায়। পরদিন নিহত মারুফুলের মা হাসিনা খানম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাকসুদ আহমদ জানান, গ্রেপ্তার বাস চালক সুজন দেকে সন্ধ্যায় হাইওয়ে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আগামীকাল সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা
পরবর্তী নিবন্ধডিজিটাল জগতের অজানা শত্রু