সিআইইউতে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ৭:২৬ অপরাহ্ণ

শিক্ষার মানোন্নয়নে গবেষণা কার্যক্রম বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির(সিআইইউ) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।

আজ রবিবার(১৯ জুন) দুপুরে সিআইইউতে অনুষ্ঠিত ১৯তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এই সময় উপাচার্য আরও বলেন, “টেকসই উন্নয়নে চাই গুণগত শিক্ষা। আর গুণগত শিক্ষা ছড়িতে দিতে হলে অনেক বেশি রিসার্চ বা গবেষণা সেল গঠনের দিকে মনোযোগ বাড়াতে হবে।”

নিত্যনতুন পরিকল্পনা ও সময়োপযোগী উদ্যোগ শিক্ষায় নতুন ধারণা সৃষ্টি করে বলেও এই সময় সভায় উল্লেখ করেন তিনি।

সিআইইউ’র রেজিস্ট্রার আনজুমান বানু লিমার পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের দুই ট্রাস্টি সৈয়দ মাহমুদুল হক এবং লুৎফে এম আইয়ুব।

সভায় সিআইইউ’র চার স্কুলের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ জ্যেষ্ঠ শিক্ষক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনা আবার বাড়ছে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাসচাপায় পুলিশ নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার