অঘটন ঘটালো জাপানও

আজাদী অনলাইন | বুধবার , ২৩ নভেম্বর, ২০২২ at ৯:২৩ অপরাহ্ণ

গতকাল মঙ্গলবার হেভিওয়েট আর্জেন্টিনাকে এই বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়ে ২-১ গোলে পরাজিত করে অঘটন ঘটায় সৌদি আরব। একইভাবে চারবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে পরাজিত করে জাপানও অঘটন ঘটালো আজ বুধবার (২৩ নভেম্বর)।

শুরু থেকে একের পর এক আক্রমণে জাপানকে কাঁপিয়ে দিয়েও শেষ পর্যন্ত হেরে যায় জার্মানি। পেনাল্টি গোলে এগিয়েও ছিল তারা। তবে বেশিরভাগ সময় দ্বিতীয় সেরা দল হয়ে থাকা জাপান চমক দেখাল শেষ দিকে। আট মিনিটের দুই গোলে জার্মানদের স্তব্ধ করে অসাধারণ এক জয় তুলে নিল এশিয়ার দলটি।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে জাপান।

জার্মানির বিপক্ষে তিনবারের দেখায় জাপানের প্রথম জয় এটিই। সেটিও এলো বিশ্ব মঞ্চে দুই দলের প্রথম দেখাতেই।

পাল্টা-আক্রমণে ম্যাচে প্রথম ভালো সুযোগটা তৈরি করে টানা সপ্তমবার বিশ্বকাপে খেলতে আসা জাপান। অষ্টম মিনিটে সতীর্থ মিডফিল্ডার জুনিয়া ইতোর ক্রস ডি-বক্সে পেয়ে জালে পাঠান ফরোয়ার্ড ডেদাইজেন মায়েদা। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

তারপর থেকে একের পর এক আক্রমণে জাপানকে কাঁপিয়ে দেয় জার্মানরা। ষোড়শ মিনিটে কর্নারে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জসুয়া কিমিখের শট ঠেকান জাপানের গোলরক্ষক। ফিরতি বল উড়িয়ে মারেন ইলকাই গিনদোয়ান। যদিও অফসাইডের বাঁশি বাজে।

২৯তম মিনিটে দূর থেকে গিনদোয়ানের শট সহজেই ঠেকান শুইচি গোন্দা। একটু পর ডাভিড রাউমের শট তিনি ঠেকানোর পর আলগা বল পেয়ে শট নেন গিনদোয়ান, তবে আটকে দেন ডিফেন্ডার মায়া ইয়োশিদা।

৩৩তম মিনিটে সফল স্পট-কিকে জার্মানিকে এগিয়ে নেন গিনদোয়ান। রাউমকে গোলরক্ষক গোন্দা ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে কিমিখের শট ঠেকান গোলরক্ষক। পরক্ষণে সের্গে জিনাব্রির পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান কাই হাভার্টজ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

বিরতির আগে ভালো একটি সুযোগ আসে জাপানের সামনে। সতীর্থের ক্রসে বক্সে মায়েদার হেড লক্ষ্যে থাকেনি।

প্রথমার্ধে জার্মানি ৮১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ১৪টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর জাপান শটই নিতে পারে স্রেফ একটি।

পূর্ববর্তী নিবন্ধগতবারের রানার্স-আপকে ঠেকিয়ে দিল মরক্কো
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ১৫ দিন ধরে নিখোঁজ প্রবাসী