বিক্ষোভ বাড়ছে ইরানে, কঠোর হুঁশিয়ারি সেনাবাহিনীর

আজাদী অনলাইন | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৪৪ অপরাহ্ণ

জনগণের সুরক্ষা নিশ্চিত করতে তারা ‘শত্রুদের মোকাবেলায়’ নামবে বলে এক কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরানের সেনাবাহিনী।

পুলিশ হেফাজতে এক নারীর মৃত্যুতে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এখন পর্যন্ত তাদের দেওয়া এটি সবচেয়ে কঠোর সতর্কবার্তা।

‘অনুপযুক্ত পোশাক’ পরার দায়ে গত সপ্তাহে নীতি পুলিশের হাতে আটক হওয়ার পর ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর ঘটনাকে ঘিরে ইরানজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) তারা এ হুঁশিয়ারি দিল বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের সেনাবাহিনী বলেছে, “এ ধরনের মরিয়া কর্মকাণ্ড হচ্ছে ইসলামী শাসনব্যবস্থাকে দুর্বল করতে শত্রুদের শয়তানি কৌশলের অংশ। অন্যায়ভাবে আক্রমণের শিকার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে শত্রুদের বিভিন্ন চক্রান্ত মোকাবেলা করব আমরা।”

এর পাশাপাশি আজ শুক্রবার সরকার সমর্থকদেরও বিক্ষোভের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।

মাশা আমিনির মৃত্যুকে ঘিরে সৃষ্ট অস্থিরতা ২০১৯ সালে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হওয়া বিক্ষোভের পুনরুত্থান ঘটাতে পারে পারে ভয়ে আছে ইরানের শাসকরা।

সেবারের বিক্ষোভ-সহিংসতায় দেড় হাজার লোকের মৃত্যুর খবর দিয়েছিল আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

পুলিশ হেফাজতে নারীর মৃত্যুকে ঘিরে এবারের বিক্ষোভে ক্ষুব্ধ আন্দোলনকারীরা তেহরান ও আরও কয়েকটি শহরে যানবাহন ও থানা পুড়িয়ে দিয়েছে; অনেক জায়গাতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলাও হয়েছে।

ইরানি গণমাধ্যমে গতকাল বৃহস্পতিবার ২৮০ ‘দাঙ্গাকারীকে’ আটক করার খবর পাওয়া গেছে।

আমিনির মৃত্যু নারীর পোশাক নিয়ে কঠোর বিধিনিষেধসহ ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ এবং নিষেধাজ্ঞায় ধুঁকতে থাকা অর্থনীতিসহ বিভিন্ন ইস্যুতে ইরানিদের ক্ষোভ উসকে দিয়েছে।

আমিনি তার ভাইয়ের সঙ্গে তেহরান গিয়েছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, হিজাব আইন ঠিকমতো না মানার অভিযোগে নীতি পুলিশ তাকে আটক করে নিয়ে যাওয়ার পর ডিটেনশন সেন্টারে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান এবং কোমায় চলে যান।

মানবাধিকার বিষয়ে ইরানে জাতিসংঘের ভারপ্রাপ্ত হাই কমিশনার নাদা আল-নাশিফ বলেন, তারা জানতে পেরেছেন নীতি পুলিশ আমিনির মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে এবং তাদের একটি গাড়ির সঙ্গে আমিনির মাথা জোরে ঠুকে দিয়েছে।

নীতি পুলিশের পক্ষ থেকে অবশ্য এইসব অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়, আমিনি ‘হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন’।

তবে আমিনির পরিবার বলেছে, সে একেবারেই সুস্থ এবং সবল ছিল।

পূর্ববর্তী নিবন্ধফের বাড়ছে করোনা শনাক্তের হার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৮