রাঙ্গুনিয়ায় ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ আটজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পোমরা বঙ্গবন্ধু সরকারি স্কুল গেট এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চন্দ্রঘোনার লিচুবাগান থেকে চট্টগ্রামগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই দুই গাড়ির চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

আহতরা হলেন ইছাখালী এলাকার শামীমা আক্তার (৩৮), একই এলাকার লিয়াকত আলী (৪৬), বুড়ির দোকান এলাকার নূর হাফেজ (৫৫), উত্তর ঘাটচেক এলাকার ইদ্রিছ মিয়া (৭০), পারুয়া ইউনিয়নের মো. কামাল (৩০), পশ্চিম সরফভাটা এলাকার মো. জসিম (৫৫)। বাকি দু’জনের নাম জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তানজিনা তাবাসসুম জানান, বিকালের দিকে সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের আনা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে যখম ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সকলকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিক্ষোভ বাড়ছে ইরানে, কঠোর হুঁশিয়ারি সেনাবাহিনীর
পরবর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে আরো ২ মৃত্যু