অনিয়মের জন্য সতর্ক করা হলো হোটেল-রেস্তোরাঁগুলোকে

আজাদী প্রতি‌বেদন | মঙ্গলবার , ২৬ এপ্রিল, ২০২২ at ১০:৪১ অপরাহ্ণ

নগরীর নিউমা‌র্কেট ও আশপা‌শের এলাকার বি‌ভিন্ন হোটেল-রেস্টুরেন্টে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে‌ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা কার্যালয়।

আজ মঙ্গলবার(২৬ এপ্রিল) বি‌কে‌লে প‌রিচা‌লিত স‌চেতনতামূলক এ অ‌ভিযান কার্যক্রমের নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার খাদ্য কর্মকর্তা নাজমুস সুলতানা সীমা।

অভিযা‌নে হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট, হাজী নান্না বিরিয়ানি হাউজ, হাজী বিরিয়ানি, হোটেল হান্নান আল ফয়েজ, এবিপি হোটেল, ফুলকলি, নিউ জামান হোটেলে পাওয়া বি‌ভিন্ন অ‌নিয়মের জন্য সতর্ক করা হয়।

এছাড়া স‌চেতনতামূলক লিফ‌লেট ও ফেস্টুন বিতরণ করা হয়।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের সভাপতি ইলিয়াস আহমেদ ভুইঁয়া, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমদ সু‌লেমান, চট্টগ্রাম মহানগ‌রের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল হান্নান বাবু, কনজ্যুমার্স এসো‌সি‌য়েশন বাংলা‌দে‌শের (ক্যাব) প্রতি‌নি‌ধি সেলিম জাহাঙ্গীর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ`বসন্তের কোকিল থেকে সাবধান থাকতে হবে’
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা