প্রকাশের আগেই নিজের ছেলের ফল ফেসবুকে

চবির মার্কশিট শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দীকে নোটিশ

আজাদী অনলাইন | সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:৫৮ অপরাহ্ণ

ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই নিজের ছেলের উর্ত্তীর্ণ হওয়ার খবর ফেসবুকে পোস্ট করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

অথচ বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দী নিজের ফেসবুক একাউন্টে গতকাল রবিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তার ছেলের ‘এ’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার খবর এবং মেধাতালিকায় তার অবস্থান ও প্রাপ্ত নম্বর পোস্ট করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর বলেন, “ফল প্রকাশের আগে কীভাবে তিনি (মোহাম্মদ সোহরাওয়ার্দী) ফেসবুকে তা পোস্ট করলেন?- তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যখ্যা দিতে বলা হয়েছে।”

মোহাম্মদ সোহরাওয়ার্দী ‘শোকজ’ নোটিশ পাওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।

পূর্ববর্তী নিবন্ধআবু সাঈদ চাঁদের নামে মামলা হয়েছে গ্রেপ্তার হয়নি, হাইকোর্টকে পুলিশ সুপার
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় শিক্ষকের মোটরসাইকেল চুরি