সাগরিকা শিল্প এলাকা থেকে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ

চসিক ভ্রাম্যমাণ আদালত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ৮:২৯ অপরাহ্ণ

নগরীর পাহাড়তলী থানার সাগরিকা শিল্প এলাকা থেকে দুই শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযানে রাস্তা ও ফুটপাতে দোকানের অংশ বর্ধিত করে পথচারীর চলচালের বিঘ্ন ঘটানোর দায়ে ছয় ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাগরিকা শিল্প এলাকার আলিফ গলির ভেতরে তিনটি রাস্তায় অবৈধভাবে দখলে নিয়ে দোকানপাট নির্মাণ করা হয়। এতে মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। এ তিনটি সড়কে অভিযান পরিচালিত হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর।

পূর্ববর্তী নিবন্ধ১০ লাখ টাকা দিয়ে ৬ দিন পর মুক্তি
পরবর্তী নিবন্ধকক্সবাজারের বায়ু বিদ্যুৎ কেন্দ্র ও ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা