করোনায় ২ মৃত্যু, শনাক্ত হাজারের বেশি

আজাদী অনলাইন | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৬:২৬ অপরাহ্ণ

দেশে গত একদিনে আরও ১ হাজার ৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার(১৫ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ১১ দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এই হার ১১ দশমিক ৮৯ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

গত ২৪ ঘণ্টায় ১,৯৫৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

নতুন শনাক্ত ১০৫১ জনের মধ্যে ৪৩০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।

গত এক দিনে মারা যাওয়া দুইজনের একজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা, একজন খুলনা বিভাগের। তাদের একজন পুরুষ, একজন নারী।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মোটরসাইকেল-বাস সংঘর্ষে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধজিএম কাদের-রিজভী শিক্ষিত হয়েও অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছেন: তথ্যমন্ত্রী