সিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা

| বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৪ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) শিক্ষা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা নিশ্চিত করার মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটিকে ‘আইডল বিদ্যাপীঠ’ হিসেবে গড়ে তুলতে কর্তৃপক্ষ নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিশ^বিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান তৌহিদ সামাদ।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে অনলাইনে অনুষ্ঠিত সিআইইউর চতুর্থ বোর্ড অব ট্রাস্টির সভায় সভাপতির বক্তব্যে এই কথা জানান তিনি। এই সময় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও ক্যাম্পাসে গুণগত শিক্ষার প্রসার বাড়াতে নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন চেয়ারম্যান তৌহিদ সামাদ।

সভায় ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট অনুমোদন এবং অডিটর নিয়োগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি সব ধরণের প্রশাসনিক কর্মকান্ডও সততা এবং নিষ্ঠার সঙ্গে পরিচালনা করা হচ্ছে বলে উল্লেখ করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি প্রকৌশলী আলী আহমেদ, ট্রাস্টি এ এইচ এম চৌধুরী, ট্রাস্টি সাফিয়া গাজী রহমন, ট্রাস্টি দিলরুবা আহমেদ, ট্রাস্টি এ কাইয়ুম খান, ট্রাস্টি ইসমাইল দোভাষ, ট্রাস্টি মির্জা সালমান ইস্পাহানি, ট্রাস্টি আমিনুর রেজা খান, রেজিস্ট্রার ও বোর্ড অব ট্রাস্টির সচিব আনজুমান বানু লিমা, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার পরিচালক সুব্রত গুপ্ত এফসিএ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে অটোরিকশা চালিয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় কিশোর নিহত
পরবর্তী নিবন্ধরাণী দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ