দোহাজারীতে অটোরিকশা চালিয়ে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় কিশোর নিহত

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৩৫ অপরাহ্ণ

চন্দনাইশের দোহাজারী পৌরসদরে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে ১৪ বছরের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। তার নাম মো. সাব্বির হোসেন।

সে দোহাজারী সরকারপাড়া এলাকার আলী হোসেনের পুত্র। আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, সাব্বির দুপুরে দোহাজারী সদরস্থ তার পিতা আলী হোসেনের দোকান থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে বাড়ি যাচ্ছিল।

সে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস (নং-ঢাকা মেট্রো-ব-১৪-০১৫০) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় সাব্বির।

খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনা কবলিত বাসটি আটক করে। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

দুর্ঘটনার পরপর মহাসড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মরদেহটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, একটি অটোরিকশা সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির বাসের চাপায় অটোরিকশা চালক নিহত হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহটি পরিবারের সদস্যদের বুঝিয়ে দেয়া হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধবনজ কুমারসহ ৬ জনের বিরুদ্ধে বাবুল আক্তারের মামলার আবেদন
পরবর্তী নিবন্ধসিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা