রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৭:১৪ অপরাহ্ণ

চিকিৎসকরা যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এ খবর পাওয়ার পরই রাণীকে দেখতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছুটে যেতে শুরু করেছেন তার সন্তান-সন্ততিরা। তারা কেউ কেউ এরই মধ্যে প্রাসাদে পৌঁছেছেন। আবার কেউ কেউ রয়েছেন পথে।

বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়েছে, “আজ বৃহস্পতিবার সকালে বেশকিছু পরীক্ষার পর রাণীর চিকিৎসকরা তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাকে চিকিৎসা তত্ত্বাবধানে রাখার পরামর্শ দিয়েছেন। রাণী বালমোরালে আছেন এবং সেখানে তার কোনো অসুবিধা হচ্ছে না”।

রাণী দ্বিতীয় এলিজাবেথের বয়স এখন ৯৬ বছর। এই সময়ে তার স্বাস্থ্য জটিলতা নিয়ে প্রাসাদ থেকে এমন বিবৃতি আসাটা উদ্বেগের বলেই জানিয়েছেন রাজকীয় লেখক রবার্ট হার্ডম্যান।

যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিকে তিনি বলেন, “প্রাসাদ থেকে সাধারণত রাণীর স্বাস্থ্য নিয়ে এমন বুলেটিন দেওয়া হয় না যদি না সেটি গুরুতর হয়।”

রাণী কোভিড আক্রান্ত হওয়ার সময় কেবল সেটি জানানোর জন্য সর্বশেষ প্রাসাদ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

রাণীর স্বাস্থ্য ভালো না যাওয়ায় গতকাল বুধবার একটি অনলাইন বৈঠক পিছিয়ে দেওয়া হয়। তারপরই রাণীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগের এই খবর এলো। বুধবারই চিকিৎসকরা রাণীর বিশ্রামের প্রয়োজন বলে পরামর্শ দিয়েছিলেন।

রাণীর শরীর ভালো নেই এমন খবর ছড়িয়ে পড়ার পর সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা লিজ ট্রাস থেকে শুরু করে যুক্তরাজ্যের আরো বেশ কয়েকজন নেতা তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছেন।

গত মঙ্গলবার রাণীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ‍দায়িত্ব গ্রহণ করেন ট্রাস। সাধারণত এ অনুষ্ঠান লন্ডনের বাকিংহাম প্যালেসে হয় কিন্তু এবার রাণী সেখানে যাননি। ট্রাস স্কটল্যান্ডের বালমোরালে গিয়ে রাণীর কাছে সরকার গঠনের অনুমতি নিয়েছেন।

এক টুইটে ট্রাস লিখেন, “আমার প্রার্থনা এবং যুক্তরাজ্যের সব মানুষের প্রার্থনা এই সময়ে রাণী এবং তার পরিবারের সঙ্গে আছে।”

লেবার নেতা কেয়ার স্টারমার এক টুইটে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা সার্জেন লিখেছেন, তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং তিনি রাণীর প্রতি তার ‘প্রার্থনা ও শুভকামনা’ পাঠিয়েছেন।

এ বছরই রাণী দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০ বছর উদযাপিত হয়েছে। রাণী বর্তমানে গ্রীষ্মকালীন বিশ্রাম নিচ্ছেন এবং গত জুলাই মাস থেকে স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে অবস্থান করছেন।

রাণীর সঙ্গে দেখা করতে এরই মধ্যে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লস এবং ক্যামিলা স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে পৌছেঁছেন। প্রিন্স উইলিয়াম পথে রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউর বোর্ড অব ট্রাস্টির সভা
পরবর্তী নিবন্ধক্লাবে বরযাত্রীর পরিবর্তে হাজির হলেন ম্যাজিস্ট্রেট