গলায় জীবিত মাছ আটকে চন্দনাইশে শিশুর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ২৭ মে, ২০২৩ at ৯:১৯ অপরাহ্ণ

গলায় জীবিত মাছ আটকে চন্দনাইশে ১ বছর বয়সী এক শিশু মারা গেছে। শিশুটির নাম মো. ইমরান হোসেন।

আজ শনিবার (২৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, চাগাচর গ্রামের মৃত অলি আহমদের ছেলে মোহাম্মদ হোসেন প্রকাশ পুতু প্রতিদিন বাড়ির পাশ্র্ববর্তী শঙ্খনদে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন। গতকাল শুক্রবার (২৬ মে) রাতভর শঙ্খনদে মাছ শিকার করে সকালে মাছগুলো বাড়িতে নিয়ে আসেন পুতু। পরে মাছগুলো বাছাইয়ের পর বিক্রি করেন।

আজ শনিবার সকাল ৭টার দিকে মাছগুলো বাছাইয়ের সময় ১টি ছোট ‘পাতা মাছ’ ফেলে দিলে শিশু ইমরান মাছটি কুড়িয়ে নিয়ে সকলের অগোচরে মুখে দিলে তা গলার ভিতর ঢুকে শ্বাসনালীতে আটকে যায়। এসময় তাকে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।

স্থানীয় পল্লী চিকিৎসক নোমান রেজভী জানান, এলাকার মোহাম্মদ হোসেন পুতু শঙ্খনদে মাছ শিকার করে বিক্রি করতেন। আজ শনিবার ভোরে তিনি মাছ নিয়ে বাড়িতে আসলে বাছাইয়ের পর খাওয়া যায় না এমন একটি মাছ (পাতা মাছ) ফেলে দিলে শিশু ইমরান তা সবার অজান্তে মুখে দেয়। এসময় মাছটি গলায় আটকে গেলে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে ইমরান মারা যায়।

আজ সকাল সাড়ে ১০টায় নামাজে জানাজা শেষে তার লাশ দাফন করা হয় বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধদেশের বিমানবন্দরগুলোতে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই