চন্দনাইশে আড়াই লাখ টাকার ৩টি গরু নিয়ে গেছে চোরের দল

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ১০:১২ অপরাহ্ণ

চন্দনাইশে বিদেশ ফেরত এক ব্যক্তির আড়াই লাখ টাকা দামের ৩টি গরু নিয়ে গেছে চোরের দল। ক্ষতিগ্রস্থের নাম মোহাম্মদ রুবেল।

গতকাল শনিবার রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় মো. জিয়াউল হক লিটন জানান, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলীর ভাতিজা বিদেশ ফেরত মোহাম্মদ রুবেল সম্প্রতি বেশ কয়েকটি গরু কিনে ব্যবসা শুরু করেন।

গতকাল রাতে যথারীতি বাড়ির পার্শ্ববর্তী গোয়াল ঘরে ২টি উন্নত জাতের গাভী ও ১টি বাছুর রেখে দরজা তালাবদ্ধ করেন। রাতের যেকোনো সময় সংঘবদ্ধ চোরের দল হানা দিয়ে রুবেলের বাড়ির প্রধান দরজাসহ ঘর থেকে বের হওয়ার সবগুলো দরজায় তালা লাগিয়ে দেয়।

এসময় চোরের দল গোয়াল ঘরের তালা কেটে গরু ৩টি পিকআপে তুলে নিয়ে যায়।

পরবর্তীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খান বটতল এলাকায় গরুগুলো নিয়ে যেতে দেখে স্থানীয়রা বাধা দেয়ার চেষ্টা করলে অস্ত্র দেখিয়ে তারা গরুগুলো দোহাজারী হয়ে সাতকানিয়ার দিকে নিয়ে যায়।

এসময় এলাকার মানুষ বের হয়ে মোটরসাইকেল নিয়ে পেছন পেছন সাতকানিয়ার মৌলভীর দোকান পর্যন্ত গেলেও তাদের পাওয়া যায়নি। নিয়ে যাওয়া গরুগুলোর মূল্য আড়াই লাখ টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্থ মোহাম্মদ রুবেল।

গরু চুরির বিষয়ে খবর পাননি বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আনোয়ার হোসেন। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিয়ের খাবার খেয়ে বর-কনে সহ অসুস্থ ৩ শতাধিক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা