বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে মহিলার মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে ছমুদা খাতুন (৫২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুঁইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বছিরাবাড়ি ধানের জমিতে এ আক্রমণের ঘটনা ঘ‌টে। প‌রে তার প‌রিবা‌রের সদস‌্যরা তাকে পা‌রিবা‌রিকভা‌বে দাফন করে।

নিহত ছমুদা খাতুন পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের‌ ৫নং ওয়ার্ডের শিয়াপাড়া শাহ আলমের স্ত্রী। তার ৪ কন্যা সন্তান রয়েছে।

পুঁইছ‌ড়ি ইউনিয়ন পরিষদ সদস্য মুরিদুল আলম চৌধুরী মুরাদ বলেন, “পুঁইছ‌ড়ির পাহা‌ড়ি এলাকায় নিজের ফসলি ক্ষেতে কাজ ক‌রে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে এক মহিলার মৃত্যু হয়। এ ঘটনায় বাঁশখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।”

বাঁশখালী জলদী চুন‌তি অভয়ারণ্য রে‌ঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ‌নিসুজ্জামান শেখ হা‌তির হামলায় এক মহিলার মৃত‌্যুর ঘটনা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, “পাহা‌ড়ে কাজ কর‌তে গি‌য়ে হা‌তির হামলার শিকার হ‌য়ে তার মৃত‌্যু হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধতেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে তেল পড়ছে খালে
পরবর্তী নিবন্ধঘরে বসেই ভ্রমণ বুকিং এর নতুন পন্থা