বাঁশখালীতে আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৫:৪১ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে আগুনে পুড়ে ৩টি দোকান ছাই হয়ে গেছে। এ সময় পাশের একটি দোকানের মালামাল বের করে কোনোরকমে রক্ষা পেলেও এ অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আজ বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টায় চাম্বল বাজারের দক্ষিণ পাশের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বলেন, চাম্বল-ছনুয়া বেডিং হাউজ নামে একটি কম্বলের দোকানে সংস্কার কাজ করাকালীন আগুনের সূত্রপাত হলে মুহূর্তে চতুর্দিকে ছড়িয়ে পড়ে।

এ সময় পাশের দোকান মো. মিজানের যমুনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ওয়াহিদুল আলমের চাম্বল-ছনুয়া বেডিং হাউজ, মো. হারুনের স্বপ্ন ফার্র্নিচার মার্ট ক্ষতিগ্রস্থ হয় এবং মালামাল পুড়ে যায়।

অপরদিকে, পাশের এন.এস ইলেকট্রনিক্স গ্যালারির ওয়াল্টনের শো-রুম সামান্য ক্ষতিগ্রস্থ হয়।

আগুন লাগার খবরে স্থানীয় জনগণের পাশাপাশি বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল বশর বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। এতে স্থানীয় ও ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চেয়ারম‌্যানদের আইডি হ‌্যাক ক‌রে টাকা দাবির অ‌ভি‌যোগ