বাঁশখালীতে চেয়ারম‌্যানদের আইডি হ‌্যাক ক‌রে টাকা দাবির অ‌ভি‌যোগ

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৬:৫৩ অপরাহ্ণ

বাঁশখালীতে উপ‌জেলা প‌রিষ‌দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যানের আইডি হ্যাক করে টাকা দাবির অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গা‌লিব সাদলীর মোবাই‌ল ফোনের ইমো নম্বর হ‌্যাক ক‌রে বি‌ভিন্নজ‌নের কাছ থে‌কে টাকা চাওয়ার অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

এ ব‌্যাপা‌রে বাঁশখালী থানায় সাধারণ ডা‌য়েরি সহ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে বিবৃ‌তি দি‌য়ে কাউ‌কে টাকা দি‌য়ে প্রতা‌রিত না হওয়ার আহ্বান জানান তিনি।

উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান চৌধুরী মোহাম্মদ গা‌লিব সাদলী সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ব‌লেন, প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, সর্বসাধারণের অবগতির জন্য জানানো হলো, আমার কোনো ইমো একাউন্ট নাই বা ব্যবহার করি না। সুতরাং, আমার নাম দিয়ে কেউ টাকা খুঁজলে প্রতারিত হবেন না দয়া করে। বিষয়টি শেয়ার করে সকলকে সাবধান করার জন্য অনুরোধ জানানো হলো।

অপর‌দি‌কে, খানখানাবা‌দ ইউ‌নিয়ন পরিষ‌দের চেয়ারম‌্যা‌ন জসীম উ‌দ্দিন হায়দার সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ব‌লেন, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমার ইমো আইডি হ্যাকড হয়েছে। উক্ত আইডি থেকে কোনো ধরনের আর্থিক লেনদেন বা কোনো অনাকাঙ্কিত দাবি করলে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা গেল।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা