লোহাগাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৭:১৪ অপরাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে আইয়ুব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা ও রিয়াদ ফুড প্রডাক্টসের ম্যানেজার নুরুল আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, লাইসেন্স ছাড়া মুড়ির মিল পরিচালনা করায় আইয়ুব এন্টারপ্রাইজ ও লাইসেন্সের শর্ত লংঘন করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় রিয়াদ ফুড প্রডাক্টসকে বিএসটিআই আইনে জরিমানা করা হয়েছে।

এছাড়া, আইয়ুব এন্টারপ্রাইজ মুড়ি মিলকে লাইসেন্স নবায়ন ও রিয়াদ ফুড প্রডাক্টসকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্যতৈরির নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

অভিযানে বিএসটিআই চট্টগ্রামের মাঠ কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও থানার এসআই রুহুল আমিনসহ পুলিশ বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে চেয়ারম‌্যানদের আইডি হ‌্যাক ক‌রে টাকা দাবির অ‌ভি‌যোগ
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় প্রবাসীর পাসপোর্ট-টিকেট ছিনতাইয়ে গ্রেফতার ১