বাঁশখালীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত ৫

গুরুতর আহত দুজনকে চমেকে প্রেরণ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ১০:০৭ অপরাহ্ণ

বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বাঘমারা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৫ জন আহত হয়েছে।

আজ রবিবার(১৭ জুলাই) সকালে সংঘটিত ঘটনায় গুরুতর আহত দু’জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাতে এ সংবাদ লেখা পর্যন্ত গুরুতর আহত মো. আনোয়ার ইসলামের(৪৫) অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ুন কবির, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল উদ্দিন সহ দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আজ রবিবার রাত ৯টায় এ সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো মামলা অন্তর্ভুক্ত না হলেও পুলিশ ঘটনার সাথে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত দা সহ অন্যান্য আলামত উদ্ধার করেছে বলে থানা সূত্রে জানা যায়।

স্থানীয় ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাথরিয়া ইউনিয়নের দক্ষিন বাঘমারা আব্বাস আলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত মৃত ফয়জুর রহমানের পুত্র মো. আনোয়ার ইসলাম(৪৫), মো. নজরুল ইসলাম(৪২) বাঁশখালী হাসপাতালে আনা হলে তাদের প্রাথমিক চিকিৎসা করে আশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ করা হয়।

বাঁশখালী হাসপাতালে আহমদ হোসেনের পুত্র হামিদুর রহমান(১৮)ও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে।

তবে এ ঘটনায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া ও বর্তমানে চমেকে চিকিৎসা নেওয়া আহতরা হলেন আবদুর রশিদ (৫২), মো. জহির (৪৮), আবু বক্কর (২৮), মো. আইয়ুব (৩৫) ও মো. শাহাজাহান (৩২)।

এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলায় গুরুতর আহত মো. আনোয়ার ইসলাম গত ১৫ জুন শেষ হওয়া বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছিলেন।

ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার এবং হামলায় ব্যবহৃত দা সহ অন্যান্য আলামত উদ্ধার করে।”

তবে এখনও পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা