হত্যা মামলায় বান্দরবানে ৩ জনের যাবজ্জীবন

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ৩০ নভেম্বর, ২০২২ at ৪:২৮ অপরাহ্ণ

বান্দরবানে হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পলাতক সাজাপ্রাপ্ত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ বুধবার (৩০ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়ার আদালত এই আদেশ দেয়।

আদালত ও পুলিশ সূত্র জানায়, ১৯৯০ সালের ১০ মার্চ জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় মোহন বড়ুয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে দেয় হত্যাকারীরা। এ ঘটনায় পরেরদিন নাইক্ষ্যংছড়ি থানায় নিহতের স্ত্রী শান্তি বালা বড়ুয়া বাদী হয়ে মামলা করেন।

উক্ত মামলায় দীর্ঘ ত্রিশ বছর পর আদালত সাক্ষ্য এবং তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ৩ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ মো. ফজলে এলাহী ভূইঁয়ার আদালত।

একই সাথে প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশও দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসামীরা হলো বাচা মিয়ার ছেলে মাহফুজ রাব্বি, নাছির আহম্মদের ছেলে জাহাঙ্গীর, কালু সওদাগরের ছেলে নূর আহম্মদ। আসামীরা সবাই পলাতক রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদালতের নাজির কামরুল হাসান।

বিষয়টি নিশ্চিত করে জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, “নাইক্ষ্যংছড়িতে সংঘটিত হত্যা মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একসাথে উভয়কে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেফতারের পর থেকে সাজা কার্যকর করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির সাজেকে সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, আহত ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ম্যাক্সনকে ভারতে শ্বাসরোধে হত্যা