আছাদিয়া নূরীয়া একাডেমি আয়োজিত হযরত নূরী (রহ.) এর স্মরণে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও তরীকতের প্রচার–প্রসারে আল–ইসতিয়াবের ভূমিকা শীর্ষক গোলটেবিল আলোচনা সভা আগামীকাল রবিবার বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সৈয়দ সুলতান আহমদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আহলা দরবারের নায়েবে সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শরফুদ্দীন সম্রাট। প্রধান অতিথি থাকবেন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান।










