নির্জনতার একটু

শিউলি বড়ুয়া | সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:০১ পূর্বাহ্ণ

ঘনপাতার ঘনিষ্ঠতার

ছায়া ঢাকা নির্জন।

ছমছমে নীরবতার

তেপান্তরের অস্ফুট স্বপন।

কোলাহলময় ধরাও আজ

স্তব্ধতার বেশে

মৌনতার চাদরে ঘেরা

চঞ্চলতা হাসে।

উপহাস্য মাল্য তার

মাল্য অতিরঞ্জন দৃষ্টি।

তপ্ত রোদে সীসার মতো

রক্তক্ষয়ী বৃষ্টি।

কর্মব্যস্ত সকাল এখন

ঝিমিয়ে এলো তাই।

স্নানঘাটে দাঁড়কাকও

পাখা দুটো ঝাপটায়।

পাতায় পাতায় শিহরণ ও

রকমারি গাছ।

গভীর জলেও আগুন জ্বলে

ভেসে বেড়ায় মাছ।

ক্ষীণ কন্ঠে যোজন দূরে

ফেরিওয়ালার ডাকে।

গ্রাম্য বধূর দৃষ্টি যেন

মনে মনে হাঁকে।

ছোটাছুটির ব্যাকুলতা

হাম্বা রবে গরু

পথিকের পায়ে চলা

পাকা পথও মরু।

নীল নির্জন দুপুর যেন

রাত দুপুরের মতো

স্নিগ্ধছায়া গ্রামখানি

মধুমাখা শতও।

পূর্ববর্তী নিবন্ধজাল জব্দ ও জরিমানা আদায়
পরবর্তী নিবন্ধবন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান নয়