গোসাইলডাঙ্গা নব জাগরণের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গতকাল বৃহস্পতিবার হাশেম সওদাগর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সদস্য সচিব মো. শাহ আতাউল গনি খাঁন। প্রধান মেহমান ছিলেন দরবারে বারীয়ার সাজ্জাদানশীল সৈয়্যদ মোহাম্মদ মোকাররম বারী। প্রধান বক্তা ছিলেন জামে মসজিদের খতিব সৈয়দ মাসুম কামাল আল আজহারী। উপস্থিত ছিলেন শাহ আরমান খান, শাহনেওয়াজ খান, রায়হান উদ্দিন রুবেল, ইমরান, আমিনুল ইসলাম মাসুদ, রবিন, মিনহাজ, রুবেল, রাজিব, লিটন, কাওসার, সজীব, হাসান। মাহফিল শেষে দোয়া ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।