বাংলাদেশ নাথ সমিতির মতবিনিময় সভা

| বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ নাথ সমিতি (বানাস) আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা ও সম্মেলন গত ১৯ সেপ্টেম্বর সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ (অবঃ) রতন রঞ্জন নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠক বিবেকানন্দ নাথের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শিক্ষক দুলাল কান্তি নাথ।

সভায় বক্তব্য রাখেন অ্যাড. কবি শেখর নাথ পিন্টু, শিক্ষক বাদল কান্তি নাথ, বিকাশ চৌধুরী, প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, এস.কে নাথ শ্যামল, অধ্যাপক মিল্টন কুমার নাথ, অ্যাড. মিলন কান্তি নাথ, লায়ন অজিত কুমার নাথ, শিক্ষক বিমল কান্তি নাথ, সাংবাদিক পলাশ কুমার নাথ, রনধীর কুমার নাথ, ডা. উৎপল নাথ, জন্মজয় নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধইউরোপীয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি যাদুঘরে রূপান্তরের দাবি