হযরত কানু শাহ’র ওরশ আজ

| বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

হযরত শাহ ছুফী আলী রজা প্রকাশ কানু শাহ (রা.) এর ওরশ মোবারক আজ ওষখাইন আলী নগর দরবারে বড় মিয়া রশিদ মঞ্জিলে আঞ্জুমানে পাক পঞ্জতন শাহ্‌ আলী রজা (রা.) কমিটির ব্যবস্থাপনায় ওষখাইন আলী নগর দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শাহ সূফী পীরজাদা মোহাম্মদ ইলিয়াস রজা। এতে ভক্ত আশেকানদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন শাহজাদা মাওলানা আব্দুল কাদের চাঁদ মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ত্র-ডাকাতিসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন পরিচালক নুভেদ মিজান ইকবাল