প্রকৌশলী অনুপ কুমার মিত্র

| রবিবার , ৮ ডিসেম্বর, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজান উদয়ন সংঘের সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী অনুপ কুমার মিত্র (৭৩) গতকাল শনিবার ভোরে পরলোকগমন করেন। তিনি ১ পুত্র,পুত্র বধূ, নাতি, নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে উদয়ন সংঘের প্রধান উপদেষ্টা সরোজ কুসুম দাশ, সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টু, সাধারন সম্পাদক অসীম দাশগুপ্ত, সহ সভাপতি শিমুল দাশ, সঞ্চিতা মল্লিক, সুপক দাশ মানু, সরোজ দাশ স্বরন, উজ্জ্বল দাশ, সুভাষ দত্ত, কল্লোল দাশ, হিমাদ্রি দাশ রাজু, সঞ্জয় মিত্র, রানা দাশ গভীর শোক প্রকাশ করেন এবং মোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। জেলা প্রসাশন চট্টগ্রামের পক্ষ থেকে রাষ্টীয় সম্মাননা প্রদানের পর বালুয়ার দিঘী মহাশ্মশানে প্রয়াতের শেষ কৃত্য সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ মিয়া সহিদ
পরবর্তী নিবন্ধগণসংহতি আন্দোলনের নেতা মির্জা আবুল বশরের ইন্তেকাল