রাউজানে নোয়াপাড়া পূর্বঘোষিত কর্মসূচি পালন শেষে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতা-কর্মীদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় রাত ৮টা পর্যন্ত আহত অবস্থায় ১০ জনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানিয়েছে রাউজান উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নন্দন দাশগুপ্ত।
তবে আহতের সংখ্যা বাড়ছে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২০ আগস্ট) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি শেষে ফেরার পথে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার গ্রুপের একটি পক্ষ হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও নেতাকর্মীদের আহত করে বলে অভিযোগ গিয়াস গ্রুপের নেতাকর্মীদের।
সংশ্লিষ্ট সূত্রমতে, মঙ্গলবার দক্ষিণ রাউজানের নোয়াপাড়াস্থ ভারতেশ্বরী প্লাজার সামনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের পূর্বনির্ধারিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ছিল।
শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষে গিয়াস উদ্দিন চৌধুরীর অনুসারীরা গাড়িবহরে ফেরার পথে নোয়াপড়ার পূর্ব পার্শ্বস্ত মিয়া মার্কেটের সামনে গাড়ির পথ আটকে একটি হায়েস গাড়ি ভাঙচুর করে নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়।
এতে অন্তত ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার বিষয়ে গোলাম আকবর খোন্দকার গ্রুপ বা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা মুখ খুলতে রাজি না হলেও নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী জানান, আমরা পূর্বঘোষিত কর্মসূচি পালন শেষে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
আমাদের ১৮-২০ জন আহত হয়েছে। এরমধ্যে কয়েকজনকে বেসরকারি হাসপাতালে এবং ১০-১২ জনকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নেওয়া হয়েছে। তারা সেখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
রাউজান উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নন্দন দাশগুপ্ত আজাদীকে বলেন, সন্ধ্যা থেকে আহতরা আসতে শুরু করে। রাত ৮টা পর্যন্ত ১০জন ব্যক্তি চিকিৎসা সেবা নিয়েছে। আহতরা সবাই রাজনৈতিক দলের একটি গ্রুপের নেতাকর্মী। এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন আজাদীকে বলেন, এখন পর্যন্ত এই ধরনের কোনো সংবাদ পায়নি।












