মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। শের শাহের আমলে নির্মিত ঢাকার ট্রাংক রোড স্বাধীনতার পূর্বের সরকার ১২০ ফুট রাস্তা নির্মাণের জন্য মহাপরিকল্পনা করেন। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী উক্ত সড়কটি করার জন্য পরিকল্পনা গ্রহণ করলেও সমস্ত রাজনৈতিক দল মিলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করলে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। উক্ত সরকারের মনোনীত সিডিএ‘র চেয়ারম্যান দক্ষিণ পাহাড়তলী রেডিও গুদাম বরাবর প্রায় ৮০ ফুট রাস্তা করলেও পাহাড়তলী চাউলের আড়তদারদের বিরোধের কারণে মহাপরিকল্পনা মাপিক রাস্তাটি নির্মাণ করা যায়নি। তারমধ্যে ফুটপাত দখল, অবৈধ পার্কিং এর কারণে রাস্তাটি সরু হয়ে যাওয়ার কারণে পথচারীগণ চলাচল করতে অসুবিধা হচ্ছে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রাস্তাটির উপর বহুতলবিশিষ্ট ফ্লাইওভার করার জন্য জোর দাবী জানাচ্ছি।
এম এ সালাম
আহবায়ক
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন স্বতন্ত্র সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম।