কর্ণফুলী মার্কেটের সামনে থেকে সিগারেট চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ২নং গেট কর্ণফুলী মার্কেটের সামনে সিগারেটের কার্টন চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চুরির কাজে ব্যবহৃত সিএনজি টেক্সিও জব্দ করা হয়। গত শনিবার এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুইজন হলো মো. আউয়াল (৪৫) ও সিএনজির ড্রাইভার লিটন প্রকাশ সুমন (৪০)। এর মধ্যে আউয়ালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা এবং সুমনের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, গত ১১ জানুয়ারি ২নং গেট এলাকার কর্ণফুলী মার্কেটের সামনে রিকশা ভ্যানের তালা ভেঙে আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির পরিবেশক বিসমিল্লাহ ট্রেডার্সের ২ কার্টন মেরিজ ব্র্যান্ডের সিগারেট চুরি করে চোরচক্র। এ ঘটনায় কোম্পানির বিক্রয় প্রতিনিধি লিটন মল্লিক পরদিন ১২ জানুয়ারি থানায় অজ্ঞাত চোরদের আসামি করে মামলা দায়ের করেন। আমরা সিসিটিভি ফুটেজ যাচাই করে চোর চক্রকে শনাক্ত করি। পরবর্তীতে অভিযান চালিয়ে দুই আসামিসহ চুরির কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করতে সক্ষম হই।

আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির নাসিরাবাদ এলাকার পরিবেশক বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হোছাইন পারভেজ বলেন, চোরের দল আমার ৮৪ হাজার টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। এখনো এসব সিগারেট উদ্ধার হয়নি। আমি দ্রুত এসব সিগারেট উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার গভীর রাতে চিংড়িঘের দখলের চেষ্টা
পরবর্তী নিবন্ধএকটি ভিডিও বাড়ি ফেরাল অসহায় বৃদ্ধকে