একবছরে মারা গেছে রেকর্ড ৪৯,৪৪৯ জন

যুক্তরাষ্ট্রে বাড়ছে আত্মহত্যা

| সোমবার , ১৪ আগস্ট, ২০২৩ at ৮:০৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার বাড়ছে। ২০২২ সালে ৪৯,০০০ টির বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এই হার এর আগের বছরের তুলনায় ২দশমিক ৬ শতাংশ বেশি। সরকারি পরিসংখ্যানে এমনটি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন’(সিডিসি)-এর প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২২ সালে এই সব আত্মহত্যার ঘটনার অর্ধেকেরও বেশি ঘটেছে আগ্নেয়াস্ত্রের কারণে। আমেরিকা মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছে বলে মনে করে ১০ জনে ৯ জন মার্কিনি। খবর বিডিনিউজের।

তাদের এমন মনে করার কারণ কী সেটিই সামনে নিয়ে এসেছে সিডিসি’র প্রকাশিত আত্মহত্যার নতুন পরিসংখ্যান, এক বিবৃতিতে বলেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক মানুষ এখনও বিশ্বাস করে সাহায্যের জন্য অনুরোধ করা দুর্বলতার লক্ষণ। ২০২২ সালের আত্মহত্যার যে হার ছিল সে হিসাবে, প্রতি ১ লাখ মানুষে ১৪ দশমিক ৯ জনের মৃত্যু হয়েছে। এ হার ২০১৮ সাল থেকে প্রতি ১ লাখ মানুষে ১৪ দশমিক ২ জনের মৃত্যুর রেকর্ড উচ্চ হারের চেয়ে ৫ শতাংশ বেশি। সিডিসি’র তথ্যানুযায়ী, ২০২১ সালে আত্মহত্যায় মৃত্যু হয়েছিল ৪৮,১৮৩ জনের। এর চেয়ে ২০২২ সালে আত্মহত্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৯, ৪৪৯ জনে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪.০১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধলড়াইয়ের জন্য আমি প্রস্তুত প্যাঁচাচ্ছে মাস্ক : জাকারবার্গ