মোহরায় সুকুমার চৌধুরীর সমর্থনে পথসভা

| রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রাম(বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে এমপি প্রার্থী মনোনয়নের জন্য শিক্ষানুরাগী ও শিল্পপতি সুকুমার চৌধুরীর সমর্থনে গত ১৩ মার্চ এক পথসভা অনুষ্ঠিত হয়। মোহরা কামাল বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এলাকার জনগণের উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মামুনুর রশীদ। প্রধান অতিথি ছিলেন জাফর আহম্মদ চৌধুরী। বক্তব্য রাখেন শওকত ওসমান জাহাঙ্গীর, এসএম কুতুব উদ্দিন জাবেদ, বিপ্লব নন্দী, মোজাম্মেল হক, মো. সায়ায়েত, মোহাম্মদ ইমন প্রমুখ। সভায় বক্তারা বলেন,চট্টগ্রাম৮ আসনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শিল্পপতি সুকুমার চৌধুরীকে এলাকার জনগণ আগামীর সংসদ সদস্য হিসেবে তাঁকে দেখতে চান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজিম-হাকিম স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধযানজট নিরসনে সিএমপি ট্রাফিক-দক্ষিণের মতবিনিময়